শেষ হলো ১৩তম ফার্নিচার মেলা

| বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

শেষ হয়ে গিয়েছে বহুল কাঙ্ক্ষিত ১৩তম চট্টগ্রাম ফার্নিচার মেলা ২০২৪। নগরীর প্রাণকেন্দ্র জিইসি কনভেনশন সেন্টারে গতকাল দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এ এস এম নুরউদ্দিন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক নুরুল আজম খান, ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, মেলা কমিটির সদস্য সচিব আল মো. ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন মেলা কমিটির সদস্য মো. মহিউদ্দিন চৌধুরী।

উপস্থিত ছিলেন সাইফুদ্দিন চৌধুরী দুলাল, ওমর ফারুক চৌধুরী, মুজিবুর রহমান, এম নাছের, হাজি মো. জসিম, সৈয়দুর রহমান আজিজ, মো. নাজের, মো. ইয়াছিন, আবদুল মালেক, মো. সেলিম ওসমান গনি সুমনসহ বাংলাদেশ শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সকল নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ।

এছাড়াও চিটাগাং ইভেন্টস এর চেয়ারম্যান হাজি মো. সাহাব উদ্দিন, ভাইস চেয়ারম্যান ফারহানা সাবরিন রিমা, ব্যবস্থাপনা পরিচালক তাসরিনা উদ্দিন, চিটাগাং ইভেন্টস এর সিইও মো. মনজুরুল ইসলাম রায়হান, চট্টগ্রাম ইভেন্টেস এর পক্ষে রিমা বড়ুয়া, মো. শাহিন, মো. রাসেল, মো. ফারুক, মেহেদী হাসান, পারভেজ ও অর্ণব উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি
পরবর্তী নিবন্ধচন্দনাইশে উচ্ছেদ অভিযান, অবৈধ দখলে থাকা সড়ক উদ্ধার