চুপি চুপি কোথা থেকে
চলে আসে শীত,
গুনগুনিয়ে পাখি গায়
শীত ঋতুর গীত।
কৃষকেরা ধান কেটে
পায় খুঁজে সুখ,
পিঠেপুলি খাবে তাই
উজ্জ্বল মুখ।
রাখালেরা বাঁশি নিয়ে
সুর তুলে গায়,
চারিদিকে মাঠগুলো
ধানে ছেয়ে যায়।
সাইবা রহিম মিসনাড (৩১,৪৪৪) | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ