আজ ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন করেছে নগরীর অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স। হোটেলের জেনারেল ম্যানেজার এম. এ মনছুর বলেন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস গুলোতে আমরা সর্বদা গ্রাহকদের জন্য বিশেষ আয়োজন করে থাকি। বিশ্ব ভালবাসা দিবসে সকলেই চায় প্রিয়জনদের সাথে বিশেষ ভাবে সময় কাটাতে। প্রিয়জনের প্রতি তাদের ভালবাসার বহি:প্রকাশ করতে।
এবারের ভ্যালেন্টাইনস ডে’কে রোমাঞ্চময় করতে ওয়েল পার্কে থাকছে লাইভ মিউজিকের সাথে রয়েছে ব্যুফে ডিনার। আরো থাকছে শেফ স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার। বুকিং ও বিস্তারিত জানতে ০১৭৩০৭৯০১৮৩ এবং ০১৮৪১৭৩৫৫৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে বলেও জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।