বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল ১৩ ফেব্রুয়ারি। নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। তারা হলেন এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জসীম উদ্দিন, মোস্তাক আলী চৌধুরী টিপু, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ ওসমান, জয়লাল আবেদীন, মামুনুর রশীদ চৌধুরী, সাদুর রশিদ চৌধুরী, মোহাম্মদ নাছির উদ্দিন খাঁন, দেলোয়ার আজিম, তৌহিদুল ইসলাম সিকদার প্রমুখ।
উপনির্বাচনের তফসিল অনুসারে, মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি, আপিল ১৬–১৮ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯–২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১০টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুল ইসলাম বিগত ২৫ সেপ্টেম্বর মারা যান। ওই ইউপিতে বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ। আগামী ৯ মার্চ এই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।