লোহাগাড়ায় দিন-দুপুরে শিক্ষক দম্পতির বসতঘরে চুরি

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আমিরাবাদে দিনদুপুরে এক শিক্ষক দম্পতির বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্কুল রোডস্থ উকিল পাড়ায় এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আহমদ কবির উপজেলা সদরের আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের পরিসংখ্যান বিষয়ের সহকারী অধ্যাপক ও তার স্ত্রী জেয়াছমিন আক্তার একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। এই ঘটনায় গতকাল ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টায় বসতঘর তালাবদ্ধ করে শিক্ষক দম্পতি কর্মস্থলে চলে যান। পৌনে ১১টার দিকে তাদের ভাড়াটিয়া মিজানুল হকের স্ত্রী লাকী আক্তার বসতঘরের বাউন্ডারি ওয়ালের গেইট বন্ধ করে বাচ্চাকে স্কুল থেকে আনতে বের হন। এরপর চোরেরা বাউন্ডারি ওয়াল পার হয়ে শিক্ষক দম্পতি ও ভাড়াটিয়ার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা বসতঘরের আলমিরার তালা ভেঙে প্রায় সাড়ে ৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। বেলা পৌনে ১২টার দিকে বাচ্চাকে নিয়ে ভাড়াটিয়া লাকী আক্তার বাসায় এসে সবকিছু এলোমেলো দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে দারোয়ান ঘরের তালা ভেঙে দুইটি মোটরসাইকেল চুরি