পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাট করায় হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তৈয়ব আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের নন্দীরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীরহাট এলাকায় গিয়ে দেখা যায়, নন্দীর দিঘি সংলগ্ন পুকুরটি ভরাটের সঙ্গে যুক্ত থাকার দায়ে তৈয়ব আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা ডিসিআর মূলে আদায় করা হয়েছে। অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব এবং হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সাথে থেকে সহযোগিতা করেন।
অভিযান সম্পর্কে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রায়হান বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।