আনোয়ারা উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হোজ্জাতুল ইসলামের ওপর হামলার অভিযোগে পরৈকোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল শুক্কুরকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রাম জেলা ডিবি অভিযান চালিয়ে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেফতার করে। এই ঘটনায় সোমবার রাতে শুক্কুরসহ ৩ জনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করেন মেরিন ফিসারিজ কর্মকর্তা মো. হোজ্জাতুল ইসলাম। মামলার অপর দুই আসামি হলেন কুতুব উদ্দীন (৫১) ও রাশেদুল করিম (৪১)।
আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ জানান, আনোয়ারা উপজেলা মেরিন ফিসারিস কর্মকর্তা মো. হোজ্জাতুল ইসলামের ওপর হামলার ঘটনায় ইউপি সদস্য শুক্কুরসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ইউপি সদস্য আব্দুর শুক্কুরকে চট্টগ্রাম জেলা ডিবি অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।