২৫টি দোকান উচ্ছেদ করে অবৈধ দখলে থাকা ৭৫ কাঠা জায়গা উদ্ধার করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন লতিফপুরের কাঁচা রাস্তার মাথার কিচেন মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) তাহমিনা আফরোজ চৌধুরী।
দীর্ঘদিন ধরে কিচেন মার্কেট নাম দিয়ে ৭৫ কাঠা জায়গা দখল করে ব্যবসায়িক কার্যক্রম চলছিল। সিডিএর নির্মাণ বিভাগ–১ থেকে তাদেরকে দফায় দফায় তাগাদা দেয়া হলেও তারা অবৈধ দখল ছেড়ে যাননি। অবশেষে গতকাল উচ্ছেদ অভিযানে দোকানগুলো গুঁড়িয়ে দিয়ে ৭৫ কাঠা জায়গা উদ্ধার করে কাঁটাতার দিয়ে ঘেরা দেয়া হয়।
উচ্ছেদ অভিযানে সিডিএর কাজী কাদের নেওয়াজ, আলমগীর খান, মোহাম্মদ ওসমান, পারভেজ আহম্মদ চৌধুরী, মো. কামরান রেজা, সৈকত চন্দ্র পাল, শাহাদাত হোসেন, পেশকার ফয়েজ আহমেদ, চৌধুরী মো. কাইছার, আব্দুল আল মামুন, তোফাজ্জল হোসেন, আবু ইউসুফ, লিটন চন্দ্র দাস, মিথু চৌধুরী, আকবর শাহ থানা, সিএমপি ও পিডিবির কর্মকর্তা–কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।