চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরনী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে। পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বি এস সি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র নাথ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চিটাগাং কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন, হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপদেষ্টা দবির উদ্দিন খাঁন,প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, বোর্ড অব ট্রাষ্টি সানোয়ারা ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিলা জাহান, ড. মো. শফিকুল ইসলাম,ফাহিমা আন্ওয়ার,আনিসুর রহমান,জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিটাগাং কিন্ডারগার্টেন ও হাজেরা–তজু স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সানোয়ারা গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। অনুষ্ঠানে নুরুল ইসলাম শিক্ষা সমন্বয়ভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন এবং মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক সানজিদা সালেহীন এবং জিনাত ফেরদৌস।