পোর্ট সিটি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ গত ১১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার উৎসবের উদ্বোধন করেন। ছাত্র–ছাত্রীরা নিজেদের রাঙিয়ে তোলে হলুদ ও বাসন্তী রঙের ছোঁয়ায়। সেই সাথে পিঠা উৎসবের আয়োজনে বসেছে পিঠা পুলিসহ নানা মুখরোচক খাবারের স্টল। পরে বিশ্ববিদ্যালয়ের হলরুমে কবিতা আবৃত্তি, গান, নাটক ও নৃত্য পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল শিক্ষক–শিক্ষার্থীরা অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে এ অনুষ্ঠান উপভোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম. মুজিবর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান প্রমুখ। বিভাগের সভাপতি এ. এস. এম ইফতেখারুল আজম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি