উখিয়ায় মো. আসাদুল্লাহ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। গত রবিবার রাত ৯ টার দিকে কুতুপালং বর্ধিত ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি সেতুর ওপর এ ঘটনা ঘটে। নিহত আসাদুল্লাহ উখিয়ার কুতুপালং বর্ধিত ২০ নম্বর ক্যাম্পের এস–২/বি৫ ব্লকের মো. ছিদ্দিকের ছেলে।
১৪ এপিবিএনের সহ অধিনায়ক এসপি মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সন্ত্রাসীদের গ্রুপিংয়ের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ১০/১২ জনের একদল সন্ত্রাসী আসাদুল্লাহকে নিজ ঘর থেকে তুলে গিয়ে কুপিয়ে ও গলায় গুলি করে হত্যার পর পালিয়ে যায়।