শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত বছরের ২৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে নতুন করে শিক্ষার্থী ভর্তি নীতিমালা প্রকাশ করে, যার স্মারক নং–৩৭.০০.০০০০.০৭২.০৬.০২১.১৬ (অংশ–১).২২০ ঐ নীতিমালার ৪.০ ধারায় উল্লেখ করা হয়েছে, প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থী সংখ্যা হবে ৫৫ জন। সেক্ষেত্রে বড় বড় প্রতিষ্ঠানে অর্থাৎ যেখানে ক, খ ও গ শাখা আছে সেখানে শিক্ষার্থী সংখ্যা হবে মোট ১৬৫ জন। কিন্তু অধিকাংশ বড় বড় প্রতিষ্ঠান তিন শ্রেণি শাখা মিলে ১৬৫ জনের স্থলে ২০০ থেকে ২৫০–এর অধিক পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করেছে; যার ফলে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত ছোট প্রতিষ্ঠানে নতুন ভর্তিচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা হ্রাস পাচ্ছে, যা মোটেও কাম্য নয়।
সুতরাং নতুন ভর্তি নীতিমালা বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে তদারকির ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজন।
মো. মোশতাক মেহেদী
সহকারী প্রধান শিক্ষক,
বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়,
কুমারখালী, কুষ্টিয়া।