চবি শিক্ষার্থীদের অবস্থান অব্যাহত

ছাত্রীকে ধর্ষণচেষ্টা

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০০ পূর্বাহ্ণ

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে লাগাতার আন্দোলন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। বিচারের দাবিতে গত ৩১ ফেব্রুয়ারি থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ব্যানারপ্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার অভিযুক্ত ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশ্বাস দিলেও মাঠে থেকেই বিচার নিশ্চিত করতে চাই তারা। আন্দোলনের বিষয়ে রসায়ন বিভাগের ২০১৭১৮ সেশনের শিক্ষার্থী রেজাউল করিম বলেন, আমরা ওই শিক্ষকের স্থায়ী বহিস্কারের জন্য আজ ৯ দিনের মতো আন্দোলন করছি। আমাদের বোনকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার মতো জঘন্য ব্যক্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে এরকম নিকৃষ্ট কাজ কেউ করার চিন্তাও না মাথায় না আনে। বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না। তাকে যদি শাস্তি না দেওয়া হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাবো। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি কাজ করেছে। কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জরিন আখতার। গতকাল কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, তদন্ত কমিটি এ ঘটনায় দিনরাত কাজ করছে। তদন্ত কমিটি প্রতিনিয়ত বৈঠক করে যাচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনেও তাদের তদন্ত চলমান রয়েছে। আজ বা কালকের বা মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে।

পূর্ববর্তী নিবন্ধফাঁকা গুলিবর্ষণ করে স্কুলছাত্র অপহরণ
পরবর্তী নিবন্ধচবি প্রশাসনের বিচারহীনতায় কেউ নিরাপদ নয়