চট্টগ্রামের ৭৪ নেত্রীর ভাগ্যপরীক্ষা কাল

আলোচনায় ১২ জনের নাম

শুকলাল দাশ | মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:১৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আগামীকাল বুধবার। সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের জন্য চট্টগ্রাম থেকে ৭৪ জন মনোনয়ন নিয়েছেন। তবে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায় কারা আছেন, কারা পাচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনের মনোনয়ন এবং সেই সৌভাগ্যবান কারা তা নিয়ে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সবমহলে আগ্রহের সৃষ্টি হয়েছে। সংরক্ষিত আসনের সেই সৌভাগ্যবান সংসদ সদস্য কারা তা জানতে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলতে গেলে সারাদেশের মতো সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামের ৭৪ নারীনেত্রীর ভাগ্য পরীক্ষা আগামীকাল বুধবার।

চট্টগ্রাম থেকে এবার কারা হচ্ছেন দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য তা নিয়ে সর্বমহলে চলছে ব্যাপক আলোচনা। গত নবম, দশম ও একাদশ সংসদে চট্টগ্রাম থেকে দু’জন করে সংরক্ষিত আসনে এমপি ছিলেন। এবার সেই সংখ্যা বেড়ে তিনজন হতে পারে পারে বলে নানাভাবে আলোচনা হচ্ছে। তাই রাজনীতির মাঠে এখন সবার দৃষ্টি সংরক্ষিত নারী আসনের দিকে।

অন্যান্যবারের চেয়ে এবার সংরক্ষিত আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। সংরক্ষিত আসনে এবার চট্টগ্রাম থেকে ৭৪ জন নারীনেত্রী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়েছেন। এই ৭৪ জনের মধ্যে সবদিক দিয়ে আলোচনায় রয়েছে ১২জন নারীনেত্রী। তারা প্রধানমন্ত্রীর পছন্দের তালিকায়ও রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এই তালিকায় আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং চট্টগ্রাম নগর, উত্তর ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনের নারীনেত্রীরা। এর মধ্যে বেশিরভাগই প্রয়াত আওয়ামী লীগ নেতাদের পরিবারের সদস্য। আগামীকাল সকালে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে সন্ধ্যায় দলের প্রার্থী তালিকা চূড়ান্ত করবে দলীয় হাইকমান্ড।

নির্বাচন কমিশন থেকে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি। এই ৪৮টি সংরক্ষিত নারী আসনের জন্য দলটির মনোনয়ন পেতে ফরম কিনেছেন এক হাজার ৫৪৯ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়াচ্ছে ৩২ জন। চট্টগ্রাম থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং গত দুই মেয়াদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর মমতাজ খান, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাষাসৈনিক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল হারুনের মেয়ে শামীমা হারুন লুবনা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, সাবেক মন্ত্রী প্রয়াত ডা. আফছারুল আমীনের স্ত্রী ডা. কামরুন নেছা, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও চসিক কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, বোয়ালখালী আসনের সাবেক এমপি মঈনুদ্দীন বাদলের স্ত্রী সেলিনা খান, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলু নাগ, অধ্যাপক ববি বড়ুয়া, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন নাহার, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান চেমন আরা তৈয়ব, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপক সায়েরা বানু রৌশনী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, সাতকানিয়ালোহাগাড়া আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী, সাংবাদিক শাহীন আরা বেগম (ডেইজী মউদুদ), দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, প্যানেল মেয়র ও কাউন্সিলর আফরোজা জহুর, কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, উদ্যোক্তা ও পরিবেশ সংগঠক সাহেলা আবেদীন রীমা, বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এবং ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাবরিনা চৌধুরী, উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি রুমানা নাসরীন, সৈয়দা রাজিয়া মোস্তাফা, তাহমিনা হক শিরিন, রেহেনা বেগম চৌধুরী, ফারজানা আফসার, উম্মে কুলসুম, সালেহা কাদের, জুবাইদা ছরওয়ার চৌধুরী নীপা, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহিদা আকতার জাহান, জাহেদা বেগম পপি, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদের বড় মেয়ে দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি শারমিন সুমি, শামীম আরা লিপি, ফাতেমা বেগম, নাজমা আক্তার, ফারিহা আকবর রিয়া, সিদরাতুল মুনতাহা তৃনা, ববিতা বড়ুয়া, তৃপ্তি রানী বড়ুয়া, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মেয়ে রাওকাতুন নুর, মেহই জাবীন, সৈয়দা সাহেদা সুলতানা, উম্মে হাবিবা, ইয়াছমিন সুলতানা, বিলকিস আকতার চৌধুরী, ফারহানা জাবেদ, রোকসানা পারভীন, জেসমিন পারভীন, রিক্তা বড়ুয়া, জেসমিন প্রেমা, সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু, রেহেনা আকতার, জান্নাতুন নূর তানিয়া, ফেরদৌসি আলী রুবী, হেমন্তি শুক্লা মল্লিক, পাপড়ি সুলতানা চৌধুরী, জীবন আরা বেগম, চসিকের কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, তৃতীয় লিঙ্গের মনা প্রকাশ ফাল্‌গুনী হিজড়া, জেরিন তাসলিম চৌধুরী, নাসরিন আক্তার, সৈয়দা তাহমিনা সুলতানা, দিপ্তী দাশ, বিনা চৌধুরী, বিবি মরিয়ম, রেহেনা আক্তার, রোকসানা আল ও তাহেরা মেহের।

খবর নিয়ে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের প্রায়ইএখন ঢাকায়। কেন্দ্রীয় নীতিনির্ধারক দলের শীর্ষ পর্যায়ের নেতা এবং চট্টগ্রামের মন্ত্রীএমপিদের কাছেশেষ মুহূর্তে তারা নানান ভাবে চেষ্টা তদ্বিরে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকায় অবস্থান করছেন।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটের তিন সংস্করণেই অধিনায়ক শান্ত
পরবর্তী নিবন্ধসরানো হলো ঘুমধুম সীমান্তবর্তী এসএসসি পরীক্ষা কেন্দ্র