চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান বলেছেন, জীবন মানে যুদ্ধ। এ যুদ্ধে জয়ী হওয়ার প্রাথমিক ধাপ হচ্ছে সুশিক্ষা। এ জন্য সকল শিক্ষার্থীকে অধ্যবসায়ের মাধ্যমে লক্ষে পৌঁছাতে হবে। মনে রাখতে হবে–জীবনকে সুন্দর ও গড়ার জন্য সুশিক্ষার বিকল্প নাই। দেশ এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা দেশকে স্মার্ট করার লক্ষ্যে শিক্ষাকে বিশ্বের সাথে তাল মেলাতে নতুন কারিকুলামে শিক্ষা ব্যবস্থা চালু করেছেন। এ শিক্ষা গ্রহণ করে আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতে সু–নাগরিক হিসেবে গড়ে উঠে বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। যার ফলে আলোকিত হবে সমাজ ও পুরো দেশ।
তিনি গতকাল রবিবার দুপুরে সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক–কর্মচারী ও ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য সুভাষ চন্দ্র দাশ, অভিভাবক সদস্য কাজল মজুমদার ও মিন্টু সেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাসেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক, অমল কান্তি বড়ুয়া, সহকারি শিক্ষক তরুণ কান্তি ধর, কানুরাম চক্রবর্তী, কর্মচারী রনধীর দাশ, অরুণ কুমার মল্লিক, পরীক্ষার্থী সিদরাতুল মুনতাহা, শিক্ষার্থী সুমাইয়া জান্নাত। অনুষ্ঠান শেষে অতিথিরা অবসরপ্রাপ্ত শিক্ষক–কর্মচারীদের বিভিন্ন উপহার সামগ্রী ও ক্রেস্ট প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।