নগরীর নতুন ফিশারীঘাটের মাছ বাজার নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী সওদাগরের সভাপতিত্বে ও কাউসাউরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হক বাবুল সরকার। তিনি বলেন, এই নতুন ফিশারীঘাটের মাছ বাজার নিয়ে একশ্রেণির কুচক্রিমহল দীর্ঘদিন ধরে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সমপ্রতি তারা আবারও বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে। আমরা সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি চট্টগ্রাম বন্দর থেকে ইজারা নিয়ে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। আমাদের এই বাজারকে তাই অবৈধ বলার সুযোগ নাই। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম সহসভাপতি নুর হোসেন সওদাগর, পরিচালক একেএম ফজলুল হক, হাফেজ মোাহম্মদ ইসমাঈল, প্রবীর দাশ, মো. সেলিম উল্লাহ, সদস্য শক্তি বিতান বড়ুয়া, হাজী ইব্রাহিম সগওদাগর, মোহাম্মদ মহসীন, মো. দিদারুল আলম দিদার, মোহাম্মদ আজিজ সওদাগর, মোহাম্মদ নওশাদ আলী, মোহাম্মদ ছৈয়দ নুর, মোহাম্মদ এরশাদুল আলম, মোহাম্মদ কুতুব উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।