নগরীর পতেঙ্গার ৭ নাম্বার সাইলো গেটের সামনে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ৭ নাম্বার রেল লাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৩৫)। তিনি আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব বরৈয়া গ্রামের সুবেদার বাড়ির মৃত আমির হোসেনের ছেলে মোহাম্মদ রহিম বলে জানা যায়।
তিনি পতেঙ্গা এলাকায় একটি চায়ের দোকানে চাকুরী করেন। বর্তমানে পতেঙ্গা থানায় তার লাশ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। খবর পেয়ে তার পরিবার পতেঙ্গা থানায় লাশ আনতে গিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম রেলওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই জয়নাল আবেদীন দৈনিক আজাদীকে বলেন, নিহত আবদুর রহিম হয়তো মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে যাচ্ছিলেন। এসময় পিছন থেকে রেলের ইঞ্জিনের ধাক্কায় নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।