‘মুক্তির জন্য যুক্তি’ স্লোগানকে সামনে রেখে দৃষ্টি স্কুল অব ডিবেটের ২৯তম ব্যাচের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ফেব্রুয়ারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার রাশেদুল আমীন রাশেদ, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল ও চবি ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আদনান মান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সহ সভাপতি শহিদুল ইসলাম হিরো, সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না, যুগ্মসম্পাদক কাজী আরফাত, রিদোয়ান আলম আদনান, সাংগঠনিক সম্পাদক ও সমন্বয়কারী মুন্না মজুমদার। আলোচনা শেষে দৃষ্টি স্কুল অব ডিবেটে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, সঠিক সময়ে উপযুক্ত স্থানে উপযুক্ত শব্দের ব্যবহার করে কথা বলার যে শিল্প, সেটি বিতর্ক চর্চার মাধ্যমেই নিখুঁত করা যায়। যুক্তির খেলায় বুদ্ধির সঠিক ব্যবহার করতে শেখায় বিতর্ক। রাশেদুল আমীন রাশেদ বলেন, বলেন, শুধু লেখাপড়া করলেই হবে না, সাথে বিতর্ক ও অন্যান্য সহ–পাঠ্যক্রমিক কাজে নিজেকে যুক্ত করে নিজের মননশীলতা ও বিবেক বুদ্ধিকে জাগ্রত করতে হবে। অধ্যাপক ড. আদনান মান্নান বলেন, বিতর্ক জ্ঞানের অংশ, যা জাগ্রত করে মননকে আর জ্ঞান তখনই পরিপূর্ণতা পাবে যখন জ্ঞানের সাথে জীবনের যোগসূত্র খুঁজে পাবে। প্রেস বিজ্ঞপ্তি।