বোয়ালখালীতে দিনদুপুরে দোকান থেকে নগদ ১ লাখ ২৭ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল। গত শুক্রবার দুপুর একটার দিকে কধুরখীল ইউনিয়নের চৌধুরী হাট বাজারের মক্কা স্টোরে এ ঘটনা ঘটে। দোকানের অপর পাশে থাকা সিসি ফুটেজে দেখা যায়, তিনজন লোক দোকানের পাশে ঘোরাঘুরি করছে। এর মধ্যে একজন দোকানে ঢুকে টাকা নিয়ে দোকান থেকে বের হয় এবং বাকি দুইজন লোকসহ সড়ক পার হয়ে সিসি ক্যামেরার বাইরে চলে যায়।
দোকানের মালিক সাইফুল আলম বলেন, সবাই জুমার নামাজ আদায় করতে গিয়েছিল। এই সুযোগে দোকানের ক্যাশ ভেঙে টাকা নিয়ে যায়। চোরদের কেউ সন্ধান দিতে পারলে পুরুষ্কৃত করা হবে।