লোহাগাড়ার চুনতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে এস্কেভেটরবাহী একটি ডাম্প ট্রাক। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। এসময় চালক সালাহ উদ্দিন (২৪) আহত হয়। তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী এস্কেভেটরবাহী একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এরপর ডাম্পট্রাকটি উল্টে যায়। আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এগিয়ে এসে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা রুবেল আলম জানান, দোহাজারী হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ডাম্পট্রাক উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে গেছেন।