দোহাজারী উচ্চ বিদ্যালয় : চন্দনাইশ প্রতিনিধি জানান, চন্দনাইশের দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল এবং ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশির উদ্দীন খান মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আকবর সেভেন গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আলী আকবর। প্রধান বক্তা ছিলেন ইঞ্জিনিয়ার মো. জসীম উদ্দীন জনি। উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আহমদ।
শিক্ষক হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আনিসুর রহমান, আবিদুর রহমান বাবুল, শিক্ষক ঈসমাইল চৌধুরী, স্বপন কুমার বড়ুয়া, গোপাল কৃষ্ণ ঘোষ, মো. ওসমান গণি প্রমুখ। এসময় বিদায়ী ও নবাগত শিক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন শিক্ষক মাওলানা আবু সাদেক মো. মহসিন আজাদী। পরে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: বাঁশখালী প্রতিনিধি জানান, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল খালেক পাটোয়ারী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, বাঁশখালী একাডেমির প্রধান নির্বাহী পরিচালক সাংবাদিক কল্যাণ বড়ুয়া, দৈনিক পূর্বদেশের সাংবাদিক রাহুল দাশ নয়ন।
বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রাজীব কুমার দাশের স্বাগত বক্তব্য রাখেন। বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মিজান বিন তাহের, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ওসমান, মাহবুব আলম, অচিন্ত্য চক্রবর্তী, মো. জসীম উদ্দিন, তাহেরা বেগম, সুমিতা দেওয়ানজী, শুলভ সিকদার, বিপ্লবী রাণী সুশীল, প্রীতি বড়ুয়া, সেতু দে, রতন দাশ প্রমুখ।
রাঙ্গুনিয়ার মজুমদারখীল উচ্চ বিদ্যালয়: রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের হলরুমে গত বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইছহাক উদ্দিনকেও বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর স্টাফ রিপোর্টার এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার। শিক্ষক অসীম চক্রবর্তী ও আনন্দ বড়ুয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর অলি আহম্মদ মাস্টার, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য জহিরুল আলম, মানিক সাহা, দেব প্রসাদ দে, মোহাম্মদ ইউসুফ, সরবালা দে প্রমুখ।