হাইদ চকিয়া দরবার শরীফে আল্লামা শাহসুফী হাফেজ দৌলত খানের (রহ.) ৪৪ তম বার্ষিক ওরস শরীফ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ফটিকছড়ির হাইদ চকিয়া গ্রামস্থ হুজুর কেবলার মাযার শরীফে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। ওরসে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বাদ জোহর খতমে কোরআন শরীফ, বাদ আসর খতমে গাউসিয়া ও খাজেগান শরীফ, বাদ মাগরীব ওয়াজ মাহফিল আরম্ভ, রাত ১০টায় আখেরী মুনাজাত অনুষ্ঠিত হয়।
হাইদচকিয়া দরবার শরীফের সাজ্জাদানশীল জাফর উল্লাহ খান দুলালের সভাপতিত্বে মাহফিলে তাকরীর পেশ করেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা কাজী মঈন উদ্দিন আশরাফী, মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রিজভী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন– উপজেলা ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহীন, মাওলানা নুরুল ইসলাম ফোরকানী, মাওলানা বশিরুল আলম মাইজভান্ডারি, মাওলানা বাকের আনছারী, মাওলানা আসাদুর রহমান আহমদী, মাওলানা মোবারক হোসেন। এদিক ওরশ এবং মাহফিলে ভক্ত মুরিদান আশেকানদের ঢল নামে। প্রেস বিজ্ঞপ্তি।