কাপ্তাইয়ে মাদক মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কাপ্তাই প্রতিনিধি | শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০২ পূর্বাহ্ণ

কাপ্তাই থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদক মামলার দু্‌ই পলাতক আসামিকে আটক করেছে। আটকরা হলেন মো. এনামুল হক এবং মো. ফারুক।

কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম দুই মাদক মামলার আসামিকে আটক করার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনামুল হককে ৪৫ পিস ইয়াবাসহ চন্দ্রঘোনা এলাকা থেকে এবং পেনালকোড ভুক্ত আসামি মো. ফারুককে স্থানীয় তালুকদার পাড়া থেকে আটক করা হয়। আটক এই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচাকেনা করে আসছিল। তাদের ধরার জন্য দীর্ঘ দিন ধরে পুলিশি অভিযান চলছিল। আটক আসামিদের আদালতে পাঠানো হবে জানায় কাপ্তাই থানা সূত্র।

পূর্ববর্তী নিবন্ধভারতের উত্তরাখণ্ডে সহিংসতায় নিহত ৪, কারফিউ জারি
পরবর্তী নিবন্ধচান্দগাঁওয়ে চোরাই বাইকসহ দুই চোর গ্রেপ্তার