পেয়ারার সুবাস ২৭ প্রেক্ষাগৃহে, ২১টিতে ট্র্যাপ

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

দেশের প্রেক্ষাগৃহে একই দিনে মুক্তি পেয়েছে দুইটি সিনেমা, নির্মাতা নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ এবং দ্বীন ইসলাম পরিচালিত ট্র্যাপ’। ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’। এ সিনেমায় অভিনয় করেছেন সদ্য প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল। বুধবার সিনেমাটির প্রিমিয়ার শোতে আসার পথেই অসুস্থ হয়ে পড়েন রুবেল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর বিডিনিউজের।

রুবেল ছাড়াও সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয়ন করেছেন জয়া আহসান। আর অন্যান্য চরিত্রে তারেক আনাম খান, সুষমা সরকার, দিহান, নূর ইমরান মিঠুসহ অনেকে কাজ করেছেন। ৯২ মিনিটের সিনেমাটি প্রযোজনা করেছে আলফাআই স্টুডিওজ লিমিটেড ও সহপ্রযোজনায় চরকি। সিনেমাটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত আহমেদ রুবেলকে। অন্যদিকে ২১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ট্র্যাপ’। এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা জয় চৌধুরী। এটি জয়অপু জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল এই জুটির ‘প্রেম প্রীতির বন্ধন’। প্রযুক্তির এই যুগে মানুষ নানাভাবে ফাঁদে পড়ছে। কখনো সোশ্যাল মিডিয়ায় আইডি হ্যাকড হচ্ছে, তো কখনো ফোনালাপ ফাঁস হচ্ছে। জেনে নাজেনে মানুষ এসব ফাঁদে পা দিচ্ছে, কখনো কখনো জীবনটা হয়ে পড়ছে দুর্বিষহ। এমন গল্প নিয়েই ‘ট্র্যাপ’।

জয় চৌধুরী বলেন, বিকেল ৫টার শোতে আমি অপু বিশ্বাসসহ ‘ট্র্যাপ’ সিনেমার টিম থাকব যমুনা ব্লকবাস্টারে। সবার সঙ্গে সিনেমা দেখব। এই সিনেমায় আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, জয়রাজ, দ্বীন ইসলাম প্রমুখ। নুরজাহান বেগমের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে ডিএন বাংলা।

পূর্ববর্তী নিবন্ধআজ বিটিভিতে দেখা যাবে ‘পটল যখন পরিচালক’
পরবর্তী নিবন্ধরাফা ক্রিকেট ক্লাবের ফুটবল অনুশীলন শুরু