হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কর্তনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া সিকদার পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলার নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান জানান, চারিয়া সিকদার পাড়া এলাকায় কৃষি জমির টপসয়েল কর্তন করে ডাম্পট্রাক দিয়ে মাটি পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে আব্দুস সাত্তারের ছেলে আবু সাইদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া তাকে সতর্ক করা হয়।
ইউএনও আরো বলেন, কৃষি জমি কিংবা আবাদযোগ্য জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। টপসয়েল কর্তন বন্ধ না হলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে তিনি উল্লেখ করেন।