পটিয়ায় এক মদ্যপের দায়ের কোপে জানিক দে (৭১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার কেলিশহর ইউনিয়নের মধ্যম কেলিশহর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, ওই মদ্যপায়ীর নাম রূপেশ দে (৫০)। তিনি তার স্ত্রী মমতা দে’কেও মাথায় কুপিয়ে জখম করেন।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার কেলিশহর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম কেলিশহর এলাকার সুধাংশু মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জানিক দে ওই এলাকার মৃত সচিদের ছেলে। খবর পেয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগে রূপেশ দে পালিয়ে যায়। তিনি একই এলাকার মৃত রনি দে’র ছেলে।
পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড। মাদকাসক্ত রূপেশ শহরে একটি দারোয়ানি চাকুরি করেন। রাতে অতিরিক্ত মদপানে মাতাল হয়ে জানিক দেকে কুপিয়ে আহত করেন। জানিক দে বাঁচতে পাশ্ববর্তী পুকুরে ঝাঁপ দিলে সেখান থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মাতাল রূপেশকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।