চান্দগাঁও থানার অভিযানে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ৮ ফেব্রুয়ারি জনৈক শামসুল আলমের লিখিত এজাহারের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম সারারাত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার দুইজন হলেন- মোটরসাইকেল চোর মোঃ জিকু (২৫) ও মোঃ ফয়সাল (২৪)। গ্রেফতারকৃত আসামিদের হেফাজত হতে বাদীর চুরি হওয়া মোটরসাইকেলসহ আরো একটি মোট ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।