আদর্শের লড়াইয়ে ফারুক সিদ্দিকী আজীবন স্মরণীয় হয়ে থাকবেন

স্মরণ সভায় এম এ সালাম

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১:০০ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের প্রজন্মবৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে জামায়াত শিবিরের কুখ্যাত সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত উত্তর জেলা আওয়ামীলীগ নেতা শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকীর ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে নগরীর দোস্ত বিল্ডিংস্থ কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। প্রধান আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, প্রীতম দাশ, নাছির উদ্দিন রিয়াজ, অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী। দীপন দাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শাহাদাত নবী, মাহমুদুল হক, আশেক মাহমুদ মামুন, নুরুল হুদা চৌধুরী, রাজীব চন্দ, ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, ফারজানা মিলা, শিলা চৌধুরী,শফিকুর রহমান, মোরশেদ আহমেদ খোকন,ইমরান হোসেন মুন্না, ইলিয়াস হায়দার, নবী হোসেন সালাউদ্দিন,নাসির আলী পান্না,আবদুর রহিম, খোরশেদ আলম হিরু, কোহিনুর আকতার মুন্নী, সৈয়দ মো. আলম, ইঞ্জিনিয়ার মো. ইসহাক,আসিফ ইকবাল, অরুন চৌধুরী, অনিমেষ পালিত প্রমুখ। প্রধান অতিথি বলেন, সন্ত্রাসী অপশক্তির বিরুদ্ধে এলাকার জনগণের জান মাল রক্ষার প্রতিরোধ লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন ফারুক সিদ্দিকী। নীতি আদর্শের জন্য তাঁর গৌরবময় জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধসিবিইউএফটির কালার, ফ্যাশন এবং সোসাইটি বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধসিএআর টি সেল থেরাপি, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন অধ্যায়