সৈয়দবাড়ি দরবারের অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) এর ওরশ গত ৫ ফেব্রুয়ারি ফটিকছড়ি জাফতনগরস্থ মাদ্রাসা ও মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবারের শাহজাদা সৈয়দ হাসানদ্দৌলা। মাহফিলে বক্তারা বলেন, শরিয়ত ত্বরিকতের খেদমতের পাশাপাশি দ্বীনি শিক্ষা বিস্তারেও অতুলনীয় অবদান রাখেন পীরে ত্বরিকত আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ🙂। দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি যে চেরাগ প্রজ্বলিত করেছেন তা ক্বিয়ামত পর্যন্ত আলো ছড়াতে থাকবে। মাস্টার মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরী ও মাওলানা সৈয়দ মুহাম্মদ আবদুল লতিফ চাটগামীর যৌথ সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন মাওলানা আনছার উল্লাহ নঈমী। স্বাগত বক্তব্য দেন, কাজী মুহাম্মদ জানে আলম। অতিথি ছিলেন মাস্টার মুহাম্মদ খায়রুল ইসলাম, মুহাম্মদ হোসেন চৌধুরী, ব্যাংকার আরিফুল ইসলাম, শাহজাদা এস এম রেজাউল করিম, মাওলানা মহিবুল্লাহ নক্সবন্দী, আবদুল কুদ্দুস, বেদারুল ইসলাম, আবুল কালাম, খতিব মাওলানা খোরশেদুল আলম, মির্জা গোলাম মুহাম্মদ নসরু, আহসানুল করিম, আবদুর রশিদ, জামাল উদ্দিন, মুহাম্মদ জাহাঙ্গীর। মিলাদ, কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।