কৃষ্ণচূড়া স্কুলের উদ্যোগে গতকাল শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক রুহিয়া হাবিব। শিক্ষক আবুল মনছুরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাস সুমন। প্রধান বক্তা ছিলেন মহিলা কাউন্সিলর রুমকি সেন গুপ্ত। বিশেষ অতিথি ছিলেন রানা সাহেব।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিমা আকতার, রুনু প্রভা দেব, জাকিয়া সুলতানা, ইসরাত জাহান, অনুপমা মজুমদার, চেমন আরা বেগম, সরবরি প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন স্টলে চিতই, পাটিসাপটা, লরি পিঠা, ভাপা, আন্দশা, কুশলী, পাতা পিঠা, কাটা পিঠা, ছিট পিঠা, চুটকি পিঠা, মুঠি পিঠা, মেরা পিঠা, হাঁড়ি পিঠা, চাপড়ি পিঠা, নকশি পিঠা, পুলি পিঠা, জামাই পিঠা, ঝুরি পিঠা, বিবিয়ানা পিঠাসহ নানা স্বাদ ও সাজের পিঠার প্রদর্শনী করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে একান্নবর্তী পরিবার না থাকায় ঘরে ঘরে সেই ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনেকটাই কমে এসেছে। আমরা আশা করি, ঘরে ঘরে সেই হারানো পিঠা উৎসব আবার ফিরে আসবে। নতুন প্রজন্ম সেই পিঠাপুলির সঙ্গে পরিচিতি লাভ করবে। প্রেস বিজ্ঞপ্তি।