৪ কোটি টাকায় ১০টি গোলচত্বর করছে চসিক

| শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:৫৩ পূর্বাহ্ণ

৪ কোটি টাকায় ১০টি গোলচত্বর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল বৃহস্পতিবার নয়াবাজার মোড়ে গোলচত্বর (রাউন্ড এবাউট) নির্মাণকালে মেয়র রেজাউল করিম বলেন, নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, সড়ক দুর্ঘটনা হ্রাসের পাশাপাশি সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা ১০টি গোলচত্বর নির্মাণ করব। নয়াবাজার মোড়ে গোলচত্বর নির্মাণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেছি। সাগরিকা, অলংকার, সল্টগোলা ক্রসিং, সিমেন্ট ক্রসিং, কাঠগড়, চকবাজার, অক্সিজেন এবং বহদ্দারহাটে বাকী ৯টি গোলচত্বর নির্মাণ করা হবে।

মেয়র বলেন, আমি দায়িত্ব নেয়ার পর পিসি রোডের কাজ থমকে ছিল। আমি সেসময় দিনরাত পরিশ্রম করে পিসি রোডের কাজ শেষ করেছি। অলিতে গলিতে সব প্রয়োজনীয় সড়ক নির্মাণ করছি। মনোযোগ দিয়েছি ফুটপাত উদ্ধারে। আমার দায়িত্বকালেই নগরবাসী সড়ক অবকাঠামোয় দৃশ্যমান পরিবর্তন দেখবে। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর মো. ইসমাইল, নুরুল আমিন, মো. ইলিয়াছ, হুরে আরা বিউটি, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্র সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে
পরবর্তী নিবন্ধচিম্বুকের ম্রো শিশুরা পেলো সেনাবাহিনীর শিক্ষা উপকরণ