অন্ত্যমিলে নিশ্ছিদ্র অবগুণ্ঠনে

ইকরাম আকাশ | শুক্রবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ১১:৩১ পূর্বাহ্ণ

মনটা ঠিক ভালো নেই, সুহৃদ ব্যক্তিবর্গের সান্নিধ্যে আসার তাগাদাও নেই, যে যার মতোন গতিতে আছেন। অবশ্য কারো দোষ দিতে নারাজ কারণ, আমার ভাগ্যটাই একটা নির্মম পরিহাস। অতটুকু পথ পাড়ি দেওয়ার সামর্থ্য আমার নেই যতটুকু তারা দিয়েছেন। আমার অবস্থান হয়তো বুঝার ইচ্ছে কিংবা তাগাদা তাদের কাছে মূল্যহীন। আবেগ বিবেকবোধ কাজ করে না বিধায় হয়তো আজও অবহেলিত হয়ে আছি। কোনো একদিন আমি ঠিকই আপনাদের সমপর্যায়ে যাওয়ার ইচ্ছে পোষণ করছি হয়তো আপনাদের মতোন হতে পারবো না। তবে সর্বাত্মকভাবে মানবতার এবং ভালোবাসা বন্ধনের গান গাইবো। একলা চলো রে নীতি ভেঙে সর্ব সাধারণের অটুট বন্ধন নিয়ে এগুবো যা আপনারা কল্পনাতেও চিন্তা করতে পারবেন না। আমার ইচ্ছা শক্তি প্রবল কিন্তু আপনাদের মতোন পিছনে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাবে পথ দেখাবে এমন কেউ নেই। আমি বারংবার হেরেছি তবে তার থেকে পরিত্রাণের উপায় বের করে ঠিকই আবার ঘুরে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ পথ আবার খুঁজে নিবো আল্লাহ সহায়। সাময়িক কষ্ট দূর আকাশের নক্ষত্রের ন্যায় বারংবার ফিরে আসবে। তবে আমি পূর্ণ চাঁদের আলো নিয়ে ঠিকই মন আকাশে ফানুস উড়াবো গাইবো নাচবো বলবো কথা সুরে সুরে। সকল যন্ত্রণা বেদনা ভুলে এই ধরীত্রের কোনো এক কোণে ভালোবাসার চাদর মুড়িয়ে অন্ত্যমিলে নিশ্ছিদ্র অবগুণ্ঠনে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে টুরিস্ট বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত
পরবর্তী নিবন্ধপর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত হতে পারে ডা. মোহাম্মদ ওমর ফারুকপর্দা পালনের মাধ্যমে ব্যক্তি আল্লাহর কাছে অধিক সম্মানিত হতে পারে