দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে এমপি হতে চান তৃতীয় লিঙ্গের মনা প্রকাশ ফাল্গুনী হিজড়া। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির গতকাল শেষদিনে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়ে জমা দিয়েছেন চট্টগ্রামের মনা প্রকাশ ফাল্গুনী হিজড়া। এর আগে তৃতীয় লিঙ্গের আর কেউ সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যের জন্য মনোনয়ন ফরম নেননি চট্টগ্রাম থেকে। মনা প্রকাশ ফাল্গুনী হিজড়া নগরীর ঈদগাঁ কাঁচা রাস্তা এলাকায় থাকেন। ফাল্গুনী হিজড়া দৈনিক আজাদীকে বলেন, আমি দীর্ঘদিন ধরে হিজড়াদের জীবনমান উন্নয়নে কাজ করছি। গেল নির্বাচনে চট্টগ্রাম –১০ আসনে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিয়েছেন জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় শামিল হতে হিজড়াদের পক্ষ থেকে নেতৃত্ব দিতে চাই। হিজড়া সমবায় সমিতিসহ দুটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন জানিয়ে ফাল্গুনী হিজড়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কাজ করার সুযোগ দিয়ে যদি আমাকে মনোনীত করেন তবে তার প্রতি কৃতজ্ঞ থাকব।
গতকাল শেষ দিনে চট্টগ্রাম থেকে তৃতীয় লিঙ্গের ফাল্গুনীসহ মোট ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এ নিয়ে তিন দিনে চট্টগ্রামের ৭৪ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।