কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালনাধীন ‘ইকোনমিক রিইন্টিগ্রেশন অব ড্রাগস রিকভারিজ’ প্রকল্পের অধীনে সুস্থতাগামী মাদকনির্ভর ব্যক্তিদের, সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনে করণীয় বিষয়ে সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার সংস্থার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সুস্থতাগামী মাদকসেবীদের সমাজের মূলস্রোতে ধারায় ফেরাতে করণীয় নিয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, মাদক প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং ফিরে আসাদের সামাজিক পুনর্বাসনের কোন বিকল্প নেই। এক্ষেত্রে সবার যার যার অবস্থান থেকে ভূমিকা রাখা প্রয়োজন। এখনই উদ্যোগ না নিলে মাদকের করাল গ্রাসে নিপতিত হবে দেশে জনগোষ্ঠীর বিশাল একটা অংশ।
কারিতাস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক মার্সেল রতন গুদার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ–পরিচালক মুকুল জ্যোতি চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জাহান উদ্দিন। উপস্থিত ছিলেন জেসমিন সুলতানা পারু, অ্যাড. জিয়া হাবিব আহসান, নাজিম উদ্দিন, নোমান উল্লাহ বাহার, ধর্মেন্দ্র রায়, শাহ জামান, শাহ মিডু প্রমুখ। সভা সঞ্চালনায় ছিলেন প্রকল্পের মনিটরিং এন্ড জব প্লেসমেন্ট অফিসার মোহাম্মদ শাহরিয়ার হোসেন শিমুল। পাওয়ার প্লে প্রেজেন্টেশন করেন প্রকল্পের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার মোহাম্মদ আবদুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের একাউন্টস এন্ড লজিস্টিক অফিসার এমকেএম ইকবাল হোসেন, পিল্টন তালুকদার, সুমিতা ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।