ফটিকছড়িতে একটি বসতঘরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ২ জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের ফটিকছড়ি থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সুন্দরপুর ইউপির ১ নং ওয়ার্ডস্থ চারাবটতল আব্বাস সিকদার বাড়ির মো. নুরু উদ্দিন সিকদারের ঘরে এ ঘটনা ঘটে। আটককৃত দুজন হলেন উপজেলার পাইন্দং ইউপির ৮ নং ওয়ার্ডের শেখ আব্বাস তালুকদার বাড়ির নুরুচ্ছাপার ছেলে মো. রহমত উল্লাহ (২৯) এবং একই এলাকার কচির মুহাম্মদ চৌধুরী বাড়ির কামাল উদ্দিনের ছেলে মো. ফারুক (৩০)।
জানা যায়, মঙ্গলবার গভীর রাতে ১০–১২ জনের ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢোকার চেষ্টা চালায় পরে খবরটি চারদিকে ছড়িয়ে পড়লে ডাকাতদলের বেশিরভাগ সদস্য পালিয়ে গেলেও দুজনকে ধাওয়া দিয়ে ধরে ফেলে স্থানীয় জনতা। আটকের পর খবর দিলে পুলিশ তাদের দুজনকে থানায় নিয়ে যায়। ফটিকছড়ি থানা সূত্রে জানা যায়, আটককৃতদের কাছ থেকে ২টি লম্বা দা, ২টি ছুরি, গ্রিল কাটার হেক্সো ব্লেডসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। আটককৃতরা ১০–১২ জন নিয়ে ডাকাতি করতে গেছে বলে স্বীকার করেছে। ফটিকছড়ি থানার ওসি মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশ খবর পেয়ে ডাকাতদলের ২ জনকে আটক করেছে। থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।