টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত

সীমান্তে উদ্ভূত পরিস্থিতি

টেকনাফ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৪৬ পূর্বাহ্ণ

নিজেদের অস্তিত্ব রক্ষায় মিয়ানমার সরকারি বাহিনীর সঙ্গে সে দেশের আরাকান আর্মির সংঘর্ষ চলছে। মিয়ানমার থেকে ছোঁড়া গুলি এসে পড়েছে বাংলাদেশে। সীমান্তের এমন পরিস্থিতিতে টেকনাফ থেকে সেন্টমার্টিনে সকল পর্যটকবাহী জাহাজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী শনিবার থেকে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় টেকনাফ উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, নিরাপত্তাজনিত কারণে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী সকল পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। সকল জাহাজ শুক্রবার পর্যন্ত চলাচল করবে। পরবর্তী ব্যবস্থা সম্পর্কে সরকারের নির্দেশনা অনুযায়ী সকলকে অবগত করা হবে। আদনান চৌধুরী জানান, টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার থেকে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন, টেকনাফসেন্টমার্টিন নৌরুটে ১০টি পর্যটকবাহী জাহাজ চলাচল করছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এমপি হতে চান ৬১ নেত্রী
পরবর্তী নিবন্ধআশ্রয় নেওয়া সীমান্তরক্ষীদের নৌপথে ফিরিয়ে নেবে মিয়ানমার