মিয়ানমারে চলমান সংঘাত থেকে সেদেশের সীমান্ত রক্ষী বাহিনীর বিজিপির ৬৩জন সদস্য টেকনাফ সীমান্ত দিয়ে ডুকছেন। এ সময় তাদের পোশাক-অস্ত্র সরঞ্জাম বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত ফাঁড়ির হেফাজতে রয়েছে।
মিয়ানমার বিজিপির সদস্যরা টেকনাফের হোয়াইক্যং সীমান্ত পয়েন্ট দিয়ে আজ বুধবার দুপুর ১২ টার দিকে তারা ডুকে পড়েন।
দেখা যায় সীমান্তের ওপারে চলছে ব্যাপক গোলাগুলি তার মধ্যে বিজিপি’র সদস্যরা পালিয়ে আসেন।
এদিকে ক্ষণে ক্ষণে গোলাগুলির ঘটনায় সীমান্তের মানুষের মাঝে আতংক সৃষ্টি হয়েছে। বর্তমানে তারা টেকনাফ ব্যাটালিয়ন হোয়াইক্যং বিওপির ক্যাম্পে তাদের হেফাজতে আছে।