সীতাকুণ্ড উপজেলার দারোগারহাট গ্রামের তিনটি বাড়িতে হানা দিয়ে নগদ টাকাসহ-স্বর্নালঙ্কার লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাতে এসব ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস বলেন, দারোগারহাট এলাকায় তার গ্রামের বাড়িতে রাতে ডাকাত দল হানা দেয়। এসময় বাড়ির কেয়ারটেকারকে মারধর করে তারা বাড়িতে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা বাড়ির আলমিরাসহ আসবাব ভাঙচুর করে। মোবাইল ও নগদ টাকাও নিয়ে গেছে ডাকাতরা।
তিনি আরও জানান, ডাকাত দলটি তাদের গ্রামের আরো দুই বাড়িতে হানা দিয়ে ব্যাপক লুটপাট করে। গ্রামের মো: নাদেরুজ্জামান ও আমানুল্লাহ বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিন্মি করে আলমিরা ভেঙে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে তারা। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে আটকে পড়া গাড়িতেও হামলা চালায় এই ডাকাত দল।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।