বিদায়ের আগে আবার আসবে শীত

| বুধবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

সপ্তাহখানেক পর আসছে ফাল্গুন, প্রকৃতিতে চলছে পাতা ঝড়ার দিন। কয়েকদিন ধরে তুলনামূলক উষ্ণ প্রকৃতিও সেই কথা জানান দিচ্ছে। তবে বিদায়ের আগে ফের শীতের অনুভূতি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খবর বিডিনিউজের।

আবহাওয়াবিদরা বলছেন, শীত বিদায়ের আগে উত্তরী হাওয়ায় হিম হিম ভাব থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি ও নদী অববাহিকায় থাকবে কুয়াশার দাপট। এর সপ্তাহখানেক পর তাপমাত্রা বাড়বে ধীরে ধীরে। ৯১০ ফেব্রুয়ারি দেশজুড়ে শীত অনুভূত হবে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আমরা সাধারণত ফেব্রুয়ারি মাসটাকে শীতকাল ধরি। শীত বিদায় নিতে এ মাসের মাঝামাঝি সময় লেগে যাবে।

পূর্ববর্তী নিবন্ধসংসদের সংরক্ষিত আসনে ভোট ১৪ মার্চ
পরবর্তী নিবন্ধলাইটারেজ জাহাজ চলাচলে এমএমডির পূর্বানুমতির সিদ্ধান্ত আদালতে স্থগিত