মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তারমধ্যেও থেমে নেই মাদক কারবারি চক্র। এবার নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৬৪ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬ টায় এই অভিযান চালায় টেকনাফ-২ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।
বিজিবি জানায়, টেকনাফের খারাংখালী বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১৪ হতে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ দিকে হেলালের ঘের নামক এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবি টহলদল একজন ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসার চেষ্টা করে। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পাশের গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীর ফেলে যাওয়া একটি পোটলার ভিতর হতে ৬৪ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
ওই গ্রামে সকাল ৮ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তবে, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।