চট্টগ্রাম নগরীতে ৫ মাসের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি ওবাইদুল আকবর সিকদার ও জান্নাতুল ফেরদৌস বেগমকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নগরীর হাটহাজারী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ সন্তোষ কুমার চাকমা বলেন, নগরীর হাটহাজারী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ মাসের সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।