আজ মঙ্গলবার ভোরে সপরিবারে পালিয়ে উখিয়ায় আশ্রয় নিল শতাধিক মিয়ানমার বিজিপি সেনা সদস্য।
সকালে নাফ নদী পেরিয়ে তারা উখিয়ার থাইংখালী রাহমতেরবিল সীমান্ত দিয়ে প্রবেশ করে। আশ্রয়প্রার্থীদের বিজিবি সদস্যরা রাহমতেরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ হেফাজতে রেখেছে।
স্থানীয় পালংখালী ইউপি সদস্য আলতাজ আহমেদ জানান, আজ ভোর ও সকালে এরা সীমান্ত পেরিয়ে এদিকে চলে আসে। টহলকারী বিজিবি সদস্যরা তাদেরকে প্রাথমিকভাবে রাহমতেরবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রহরায় রেখেছে।
আজ আসা মিয়ানমার বিজিপি ও সেনা সদস্যদের সাথে তাদের পরিবারের সদস্যরা রয়েছে। সেখানে নারী ও শিশুরা রয়েছে। এদের সংখ্যা ১১৫ জনের মত হতে পারে বলে তিনি জানান।
এর আগে রোববার ও সোমবার কয়েক দফায় ১০৬ জন মিয়ানমার বিজিপি সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছিল