একজন খাঁটি মুসলমান তথা আল্লাহর প্রিয় ওলীর কর্মকাণ্ড যে শুধু মসজিদ, মাদরাসা ও খানকাহ’র মধ্যে সীমাবদ্ধ নয় তাই প্রমাণ করে গেছেন হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (রহ🙂। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি হিজরত করেছেন দেশ হতে দেশান্তরে, খোদাদ্রোহিদের মোকাবিলায় করেছেন জিহাদ, স্বীয় উন্নত চরিত্র, মাধুর্য ও আধ্যাত্মিকতার বলে লাখ লাখ অমুসলিমকে ইসলামের সুধা পান করিয়েছেন।
এ দেশের সুন্নী মুসলমানদের ঈমানী চেতনার বাতিঘর গাজীয়ে দ্বীনো মিল্লাত ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী সৈয়্যদ মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী শেরে বাংলা (রহ.)। তিনি ইসলামের নামে ভ্রান্ত আক্বীদা পোষণকারীদের মুখোশ উন্মোচন করেন। গতকাল গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আয়োজনে নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হল গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতী (রহ.) ও আল্লামা গাজী সৈয়দ মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী শেরে বাংলা (রহ.)’র ফাতেহা শরীফ এবং চট্টগ্রাম মহানগর গাউসিয়া কমিটির আর্থিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পর্যালোচনামূলক সাধারণ সভা। নগর কমিটির সভাপতি তছকির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল–কাদেরী, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ সালামত উল্লাহ, খন্দকার ইরশাদুল আলম হীরা, মোহাম্মদ আইয়ুব দোভাষ, আবুল বশর, মুহাম্মদ ইলিয়াস আল–কাদেরী, আবদুল হামিদ সর্দার, মুহাম্মদ হাবিবুর রহমান, মুহাম্মদ আনোয়ার হোসেন, হাজী আবু তাহের, মনজুরুল আলম, নুরুল আকতার, মকবুল আহমেদ খান, ইলিয়াস মুন্সি, ফয়েজুর রহমান, মোহাম্মদ আবদুল করিম সেলিম, নুর মোহাম্মদ, জুবায়েদ উদ্দিন টুটুল, মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ আইয়ুব আলী, মুহাম্মদ আলম আবদুল্লাহ, মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ সাগির আলম, নাইমুল হাসান তানভীর, মুহাম্মদ জোনায়েদ হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।