আসরে বাংলাদেশের দুই শিল্পী

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩৬ পূর্বাহ্ণ

অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৪’। ৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডএর মূল অনুষ্ঠানটি ৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটির মধ্য দিয়ে বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের সম্মানিত করা হয়েছে। গ্র্যামি অ্যাওয়ার্ডে উপস্থিত ছিলেন বিশ্ব সংগীতের রথীমহারথীরা। খবর বাংলানিউজের।

তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশি দুই সংগীতশিল্পী। তারা হলেন ফুয়াদ আল মুক্তাদির ও মুজা। সংগীতের মর্যাদাপূর্ণ আসরে আমন্ত্রিত ছিলেন তারাও। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভক্তদের সঙ্গে সেই আনন্দমুহূর্ত ভাগ করে নিয়েছেন দুই তারকা। এসময় ফুয়াদের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো স্কার্ফ ও কালো সানগ্লাস। আর মুজা পরেছিলেন টাক্সেডো ও সাদা শার্ট। ফুয়াদের সঙ্গে একটি ছবি শেয়ার করে মুজা লিখেছেন, ‘কোনো কিছুর আগে বলতে চাই, সব প্রশংসা ওপরওয়ালার। আমি শুধু আশীর্বাদপ্রাপ্তই নই, বরং গর্বিত যে বাংলাদেশের অন্যতম বড় শিল্পীর সঙ্গে গ্র্যামিতে যোগ দিতে পেরেছি! আমার বয়সী অনেকে এই স্বপ্ন দেখে এবং আমি সেটা বাস্তব করতে পেরেছি। পরবর্তী স্বপ্ন হলো একটি বাংলা গান শুধুমাত্র গ্র্যামিতে মনোনয়ন নয়, গ্র্যামিতে পুরস্কৃত করা! আমি জানি আমরা এটা করতে পারব।

পূর্ববর্তী নিবন্ধইশতেহারকে ভিত্তি ধরে ৫ বছরের পরিকল্পনা সাজানোর নির্দেশ
পরবর্তী নিবন্ধবাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া