টানেল সড়ক থেকে অস্থায়ী গাড়ি স্ট্যান্ড অপসারণ ৩ বাস জব্দ

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় নির্বিঘ্নে যাতায়াত, যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে বঙ্গবন্ধু ছয় লেন সড়কে অনুমতিবিহীন গড়ে উঠা অস্থায়ী গাড়ি স্ট্যান্ড অপসারণ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মোমিন অভিযান পরিচালনা করে এটি অপসারণ করেন। এই সময় তিনটি বাস জব্দ করা হয়। অভিযান পরিচালনাকালে চালক হেলপার দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। আনোয়ারা উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেল চালুর পর থেকে স্থানীয় একটি সিন্ডিকেটের সহায়তায় রাতারাতি বঙ্গবন্ধু টানেল সড়কের আনোয়ারা প্রান্তের সংযোগস্থল চাতরি চৌমহনী বাজারের দক্ষিণে বঙ্গবন্ধু ছয় লেন সড়কের একটি লেন দখল করে নেয় বাস ও মাইক্রোনোহা চালকের একটি দল। আর এই স্ট্যান্ড ঘিরে লাইনম্যান সেজে স্থানীয় একটি চক্র নানা অনৈতিক অপকর্মে লিপ্ত হয়। এতে করে সড়কে যানজট, সড়ক দুর্ঘটনা ও গাড়ি স্ট্যান্ড ঘিরে চাঁদাবাজিও শুরু হয়। বিভিন্ন সময়ে প্রশাসনিক অভিযানের পর বন্ধ না হয়। গতকাল রবিবার উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অনুমতিবিহীন এই গাড়ি স্ট্যান্ড অপসারণ করেন। এতে করে এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, বঙ্গবন্ধু টানেল সড়কে নির্বিঘ্নে যাতায়াত, যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে বঙ্গবন্ধু ছয় লেন সড়ক দখল করে অনুমতিবিহীন গড়ে উঠা অস্থায়ী গাড়ি স্ট্যান্ড অপসারণ করা হয়েছে। এ সময় ৩টি বাস জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও জরিমানা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআদালত কক্ষে লোহার খাঁচার বৈধতা নিয়ে হাই কোর্টের রুল
পরবর্তী নিবন্ধ‘গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখে পিঠা উৎসব’