মীরসরাই প্রতিনিধি
মীরসরাই মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় আয়োাজিত ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল শনিবার সম্পন্ন হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিয়া উদ্দিনের সঞ্চালনায় ও পৌরসভা মেয়র আলহাজ মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মাহবুব– উর রহমান রুহেল।
প্রধান শিক্ষকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান, শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, কৃষি অফিসার যোবায়ের রহমান ভাসানী, উপজেলা প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু,মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, বিদ্যালয়ের পরিচালক সাইফুদ্দীন মীর শাহীন, মো. রিয়াজ উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।