জমির টপসয়েল কাটায় অর্ধলক্ষ টাকা জরিমানা

বন্ধ হচ্ছে না মাটি কাটা

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২০ পূর্বাহ্ণ

বন্ধ হচ্ছে না মাটি কাটা

আনোয়ারা প্রতিনিধি 

অভিযানেও থামছে না মাটি খেকোদের কৃষি জমির টপসয়েল কাটার কাজ। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের অন্ধকারে বেপরোয়া এসব মাটিকাটা সিন্ডিকেট। গত শুক্রবার রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন। এসময় মাটি কাটার সাথে জড়িত থাকার অপরাধে আবদুল মন্নান নামের ১ ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি এস্কেভেটর জব্দ করা হয়। তাছাড়া গতকাল শনিবার জুঁইদন্ডি ইউনিয়নের অভিযান চালিয়ে একটি এস্কেভেটর জব্দ করা হয়েছে। এ সময় স্কেভেটর চালক পালিয়ে গেছে। এর আগে গত ১ ফেব্রুয়ারি বটতলা ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপি সদস্য দিদারুল আলমকে মাটি কাটার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, গত ১মাসের বেশি সময় ধরে আনোয়ারা উপজেলার বায়পুর, বারশত, বটতলী, জুঁইদন্ডি, বরুমচড়া বারখাইন, পরৈকোড়া সহ বিভিন্ন ইউনিয়নে মাটি কাটার রমরমা বানিজ্য শুরু হয় । স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায় এসব মাটি কাটা সিন্ডিকেট প্রশাসনের অভিযানকেও খুব একটা আমলে নিচ্ছে না। গত ১৩ জানুয়ারী রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসতিয়াক ইমন অভিযান চালিয়ে বটতলী ইউনিয়নে অবস্থিত ২ ইট ভাটায় ৩ লাখ টাকা জরিমানা ২টি এস্কেভেটর ও ৮টি ট্রাক জব্দ করেন। এরপর কিছু দিন মাটি কাটা থামলেও এখন উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতের অন্ধকারে মাটি কাটার মহোৎসব চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে, ইতিমধ্যে বটতলী, রায়পুরের সারেঙ্গা, জুঁইদন্ডি ও বরুমচড়া ইউনিয়নে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে।মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধএবার মিয়ানমারের ছোঁড়া মর্টার এসে পড়লো বাংলাদেশের অভ্যন্তরে