চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন আজ

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

আজাদী প্রতিবেদন 

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নির্বাচন আজ। আজ রোববার সকাল সাড়ে ৮টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। নগরীর আগ্রাবাদস্থ সরকারি কার্যভবন১ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে সর্বমোট ৩ হাজার ৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে।

এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আহসানশাহাদাত পরিষদ, বিএনপি এবং জামায়াতে ইসলামী সমর্থিত তাহেরইরান পরিষদ ও অরাজনৈতিক হিসেবে পরিচিত সম্মিলিত পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করছে। তিন প্যানেল থেকে সর্বমোট ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমিতির কার্যকরী পরিষদের ৯ জন সদস্যসহ মোট পদের সংখ্যা ১৭টি।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকতুল আলম।

গতরাতে দৈনিক আজাদীর সঙ্গে আলাপকালে তিনি বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং স্বচ্ছতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে সকলকে সুষ্ঠুভাবে ভোট দানের আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগাজার প্রায় সব শিশুর মানসিক স্বাস্থ্য সহায়তা দরকার : ইউনিসেফ
পরবর্তী নিবন্ধইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভা