টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে উদ্ধার করা হয়েছে মেছো বাঘের দুইটি শাবক। গতকাল শনিবার সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকার একটি করাতকল (স’মিল) থেকে শাবক দুটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বন কর্মকর্তারা সেগুলো নিজেদের হেফাজতে নেন। বিকেলে শাবক দুটি চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয় বলে জানায় বন বিভাগ।
এ বিষয়ে টেকনাফ উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহম্মদ খান বলেন, মেছো বাঘের বাচ্চা দুটি মা থেকে আলাদা হয়ে লোকালয়ে চলে আসে। বাচ্চা দুটি ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
করাতকলের মালিক মোস্তাক আহম্মদ বলেন, সকালে বাচ্চা দুটিকে করাতকলের কাঠের স্তূপের ভেতরে পাওয়া যায়। উদ্ধারের পর জানা যায়, এ দুটি মেছো বাঘের বাচ্চা।
উপকূলীয় বন কর্মকর্তা বশির আহম্মদ খান বলেন, বাচ্চা দুটির বয়স এক মাসের মতো হবে। কোনো খাবার খাচ্ছে না। বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা মতে, এগুলো চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়। কী কারণে বাচ্চা দুটি মায়ের কাছ থেকে আলাদা হয়ে লোকালয়ে চলে এসেছে তা অজানা।