নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে ফের গোলাগুলি
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে তুমব্রু সীমান্তের ওপারে ফের গোলাগুলির শব্দ শোনা গেছে। মিয়ানমার বাহিনীর ছোড়া গুলি এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে সিএনজি টেক্সিতে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
জনপ্রতিনিধি ও সীমান্তবাসীরা জানান, শুক্রবার একদিন বন্ধ থাকার পর গতকাল ফের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তের উত্তর পাড়ায় স্টেশনে দাঁড়ানো একটি সিএনজি টেক্সির উপর এসে পড়ে গুলি। এতে টেক্সির গ্লাস ভেঙে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত সিএনজি চালক মো. আবু তাহের বলেন, ৩টার দিকে তুমব্রু উত্তর পাড়ায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। ওই সময় সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা যায়। কিছু বোঝার আগেই টেক্সিতে একটি গুলি এসে পড়ে। বড় ধরনের ক্ষতি না হলেও গুলি লেগে সিএনজির সামনের লুকিং গ্লাস ভেঙে গেছে।
ঘুমধুম ইউনিয়নের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে ফের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তুমব্রুতে একটি গুলি এসে পড়ে সিএনজির সামনের গ্লাসে। গুলিতে গ্লাসটা ফেটে গেলেও কেউ হতাহত হয়নি।
ঘুমধুম পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহাফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, একদিন বন্ধ থাকার পর তুমব্রু সীমান্তে আবার গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার রয়েছে।